মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

উজিরপুরে রাতের ট্রাজেডি: ট্রাক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৫, ১৯:৫৬
উজিরপুরে রাতের ট্রাজেডি: ট্রাক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি
দুর্ঘটনাকবলিত ট্রাক: ছবি যায়যায়দিন

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে গভীর রাতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক হেলপার ও এক পথচারী নিহত হয়েছেন।

এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রোববার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে, উজিরপুর উপজেলার নতুন শিকারপুর বাসস্ট্যান্ডের অদূরে।

নিহতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. রতনের ছেলে ট্রাক হেলপার সোহেল (২০) এবং শিকারপুর এলাকার ইউপি সদস্য দুলাল হাওলাদারের ছেলে পথচারী সবুজ হাওলাদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আম বোঝাই ট্রাক, যেটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল, দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আম বোঝাই ট্রাকের হেলপার সোহেল ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন পথচারী সবুজ হাওলাদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ ও তার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হেলপারের মরদেহ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে