দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী ট্রাকের ধাক্কায় রাজিব মিয়া (৪০) নামে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিবরামপুর ইউনিয়নের হাপাডাঙ্গা গ্রামের কাজল মিয়ার ছেলে। সোমবার (২৫ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার সাতোর ইউনিয়নের রাজা চেয়ারম্যানের মিল চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিত রায় কার্তিক জানান, মোঃ রাজিব মিয়া নিজবাড়ী হতে সাতোর ইউনিয়নের বটতলী বাজার যাওয়ার পথে রাজা চেয়ারম্যানের মিল চাতালের সামনে একটি মাছবাহী ট্রাক ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হয় তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে।
যাযাদি/ এমএস