কুষ্টিয়ার মিরপুরে রাস্তা পার হওয়ার সময় গরু বোঝাই ট্রলির ধক্কায় আদিল (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) উপজেলার নওদা বহলবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত আদিল একই এলাকার আশরাফুল বিশ্বাসের ছেলে।
জানা গেছে, শনিবার বেলা ১২টার কিছুসময় পূর্বে আদিল সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ট্রলির চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এমএস