শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানির লেনদেন বন্ধ আজ

যাযাদি ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৪
দুই কোম্পানির লেনদেন বন্ধ আজ

রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন বন্ধ থাকবে আজ। এর মধ্যে বিশেষ সাধারণ সভাসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের এবং রাইট শেয়ার ইস্যুসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে। এর আগে স্পট মার্কেটে কোম্পানিগুলো শেয়ার লেনদেন সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস: পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য আগামী ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৩০ পয়সা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (পুনর্মূল্যায়িত) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৫ পয়সায়।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ: সিনো বাংলা ইন্ডাস্ট্রিজকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটি ১ কোটি ৯৮ হাজার ২৮৩টি সাধারণ শেয়ার প্রতিটি ২০ টাকা মূল্যে (শেয়ারপ্রতি ১০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটি মূলধনি যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে।

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে