মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সামিট পাওয়ারের পর্ষদ সভা কাল

যাযাদি ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২২
সামিট পাওয়ারের পর্ষদ সভা কাল
সামিট পাওয়ারের পর্ষদ সভা কাল

বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) পর্ষদ সভা আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত মাসের শুরুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য দ্বিতীয় দফায় বাড়তি সময় পায় কোম্পানিটি।

এর আগে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য বিএসইসির কাছ থেকে সময় পেয়েছিল কোম্পানিটি। বাড়তি সময় পাওয়ার বিষয়ে এক মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) বলা হয়েছিল, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে বিএসইসি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে