মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যুগান্তকারী সিদ্ধান্ত:  সব ভবনে বাধ্যতামূলক হচ্ছে সোলার প্যানেল

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১২:৫৮
যুগান্তকারী সিদ্ধান্ত:  সব ভবনে বাধ্যতামূলক হচ্ছে সোলার প্যানেল
দেশের স্কুল, কলেজ, হাসপাতালসহ সব সরকারি ও আধা-সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে

জ্বালানি খাতে চাপ কমাতে ও ভবিষ্যতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার এক বড় সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে দেশের স্কুল, কলেজ, হাসপাতালসহ সব সরকারি ও আধা-সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, আমরা চাই একটি শক্তিশালী ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে। সৌর শক্তিই হতে পারে আমাদের নির্ভরতার মূল ভিত্তি।”

আইএমএফ ঋণের শর্তে নয়, এটা জাতির ভবিষ্যতের প্রয়োজনে

যদিও অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) সাম্প্রতিক ঋণ প্যাকেজের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন—“এই পরিকল্পনা শুধু ঋণের শর্ত পূরণ নয়, বরং এটি বাংলাদেশের শক্তি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার এক বড় পদক্ষেপ।”

যেখানে যেখানে সোলার প্যানেল বাধ্যতামূলক: প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবন, উপজেলা ও জেলা হাসপাতাল, ভূমি অফিস ও উপজেলা প্রশাসনিক ভবন।

কার্যক্রম শুরু কবে?

আগামী সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।

উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে বিশেষজ্ঞ মহল : পরিবেশ বিশেষজ্ঞ ড. ফারহানা ইসলাম বলেন, “সরকারি ভবনের ছাদগুলো এতদিন অব্যবহৃত ছিল।

এখন সেগুলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। এই উদ্যোগ শহর ও গ্রামের মধ্যে শক্তি বৈষম্যও দূর করবে।”

ব্যয় ও লাভ দুটিই দীর্ঘমেয়াদি : যদিও প্রথমদিকে সোলার প্যানেল স্থাপনে এককালীন বিনিয়োগ লাগবে, কিন্তু দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ এখন সৌর শক্তিকে ভবিষ্যতের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করছে।

সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দেশের শক্তিনিরাপত্তা ও জলবায়ু স্থিতিশীলতার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে