অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করল ভারত। রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহালের নৈপুণ্যে ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানের জয় তুলে নিয়েছে সফরকারী ভারত।
ব্যাট হাতে এদিন জাদেজা ঝড় তুলেছিলেন। ২৩ বলে করেন অপরাজিত ৪৪ রান। তবে ব্যাটিংয়ের সময় তার হেলমেটে বল লাগে। তাই কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। ৩ উইকেট তুলে নিয়ে এই লেগি দলের জয়ে বড় ভূমিকা রাখেন। বাঁহাতি পেসার টি নটরাজনও নিয়েছেন ৩ উইকেট।
টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান করেছিল ভারত। লোকেশ রাহুল ৪০ বলে ৫১, সঞ্জু স্যামসন ১৫ বলে ২৩ রান করেন। আর শেষ দিকে জাদেজার ওই ঝড়। অস্ট্রেলিয়ার পক্ষে মইসেস হেনরিকুইস নিয়েছেন ৩ উইকেট। মিশেল স্টার্ক নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ভালো শুরু পেলেও ভারতের দুর্দান্ত বোলিংয়ে দেড়শ তে আটকে যায়। ওপেনার ডি’অর্চি শর্ট ৩৪, অ্যারন ফিঞ্চ ৩৫, হেনরিকুইস ৩০ রান করেন। ম্যাচসেরা হয়েছেন চাহাল। রবিবার সিডনিতে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
যাযাদি/এমডি/৮:৫২পিএম
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd