ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন, তাই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গতকাল চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের পর পরই দুবাইয়ের বিমান ধরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব আর শেখ মেহেদি হাসান।
টি-টেন লিগে সুযোগ পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন আফিফ-মেহেদি। এ দলটির আবার আইকন ক্রিকেটারও আফিফ।
আফিফ-মেহেদির আগেই আবুধাবিতে নিজ নিজ দলের সঙ্গে যোগ দিয়েছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলতে ২৩ জানুয়ারি দেশ ছাড়েন মোসাদ্দেক হোসেন সৈকত।
মারাঠা অ্যারাবিয়ান্সই নিয়েছে আরেক অলরাউন্ডার মুক্তার আলীকে। তিনিও ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। আর পুনে ডেভিলসের হয়ে খেলতে আবুধাবি গেছেন সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে খেলা নাসির হোসেন।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd