নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার সিটি। গোল উৎসবের ম্যাচে তাদের পেপ গার্দিওলার শিষ্যদের আসলে জিততে দিল না টটেনহ্যাম হটস্পার। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
রবিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে টটেনহ্যামকে আতিথেয়তা জানায় সিটি। যেখানে সন দারুণ গোলে টটেনহ্যামকে এগিয়ে নেওয়ার খানিক পরই আত্মঘাতী গোল করে বসেন। এরপর ফিল ফোডেনের লক্ষ্যভেদে এগিয়ে যায় সিটি।
হার না মানা মানসিকতার টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে সমতা টানেন জিওভানি লো সেলসোর গোলে। জ্যাক গ্রিলিশের গোলে আবার এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জোরাল করে সিটি। কিন্তু ৯০তম মিনিটে দেইয়ান কুলুসেভস্কি গোল করলে সমতা নিয়ে মাঠ ছাড়ে স্পাররা।
টানা জয়ের পর সিটি যেন পথ হারিয়ে ফেলেছে। এই নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল দলটি। অবশ্য তিনটি ম্যাচই তারা খেলল শক্ত দলের বিপক্ষে; চেলসির সঙ্গে ৪-৪, এবং লিভারপুলের সঙ্গে ১-১ স্কোরলাইনের পর এবারের এই ড্র।
আগেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারানো সিটি এখন নেমে গেল তিন নম্বরে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে লিভারপুল।
যাযাদি/ এসএম