সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইউনাইটেডকে উড়িয়ে আর্সেনালের টানা চার জয় 

যাযাদি ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪২
ইউনাইটেডকে উড়িয়ে আর্সেনালের টানা চার জয় 
ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। একের পর এক জয় তুলে নিচ্ছে মিকেল আর্তেতার দল। ধারাবাহিকতা বজায় রেখে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ২-০ গোলের জয় পেল ‘গানার্স’রা। এ নিয়ে লিগে ইউনাইটেডের বিপক্ষে সবশেষ চার দেখাতেই জয়ের স্বাদ পেল তারা।

বুধবার (৪ ডিসেম্বর) আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে এগিয়ে নেন ইউরিয়েন টিম্বার। এরপর দ্বিতীয় গোলটি করে ম্যাচ জয় নিশ্চিত করেন উইলিয়াম সালিবা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে প্রথমার্ধে তেমন ভালো সুযোগ তৈরী করতে পারেনি তারা। সবচেয়ে ভালো সুযোগটি আর্সেনাল পেয়েছিল ম্যাচের অষ্টম মিনিটে। তবে ডেকলাইন রাইসের কর্নারে কাছ থেকেও হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি থমাস পার্টি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে