দিনাজপুরের হাকিমপুরে তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পূর্ব নির্ধারিত একই মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর বিভাগীয় ও দিনাজপুর জেলা নারী দলের খেলোয়াড়রা একে অপরের প্রতিদ্বন্দীতা করেন। খেলায় দিনাজপুর নারী দল ১-০ গোলে রংপুর বিভাগীয় দলকে পরাজিত করে।
মহান বিজয় দিবস উপলক্ষে বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল । খেলাটি উপভোগ করতে স্থানীয় সহ দূর দূরান্ত থেকে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপছে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
বিএনপি আলিহাট ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বলে লাথি মেরে খেলার উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলা কমিটির আহ্বায়ক বখতিয়ার আহমেদ।খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন লেবু, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , বিএনপি আলিযহট ইউনিয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুবদল উপজেলা শাখার সদস্য সচিব এনামুল হক তাজ, যুবদল আলীহাট ইউনিয়ন শাখা সভাপতি মনিরুজ্জামান জিয়া মাস্টার, বিএনপি আলিহাট ইউনিয়ন শাখা ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মুছা, সততা রাইস এজেন্সির প্রোপাইটার জয়, বিএনপি নেতা সুলতান মাহমুদ, আব্দুল ওহাব, যুবদল নেতা খেজু মাস্টার, শেবু আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ।
খেলা কমিটির আহবায়ক বখতিয়ার আহমেদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাড়তি আনন্দ দেয়ার উদ্দেশ্যে এই অস্থায়ী মাঠে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামীতে আরো ব্যাপক পরিষদে এর আয়োজন করা হবে। খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান ও সিরাজুল ইসলাম।
যাযাদি/ এমএস