বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফুল ফুলে সাজানো রিকশায় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ১৮:১৭
ফুল ফুলে সাজানো রিকশায় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডোমার উপজেলার নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ.এম আকতার জাহান বিউটি অবসর গ্রহণ করেছেন। অবসরের চাকরি জীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সহকর্মী ও শিক্ষার্থীরা আয়োজন করে এক আবেগঘন বিদায় সংবর্ধনার।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিদায় অনুষ্ঠান। সহকারী শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুদীপ চন্দ্র শর্মা।

শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক এবং আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন এবং বিউটি ম্যাডামের কর্মময় জীবনের প্রশংসা করেন। বক্তারা বলেন, একজন নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন বিদ্যালয়ের মান উন্নয়নে কাজ করেছেন। অনুষ্ঠান শেষে ফুলে সাজানো এক রিকশায় তাকে দেওয়া হয় বিদায়ী সম্মাননা- যা উপস্থিত সবার চোখে আনেন জল।

এভাবেই ভালোবাসায় ভরা পরিবেশে কর্মজীবনের শেষদিনে বিদায় নিলেন একজন আদর্শ শিক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে