মেজর লিগ সকারে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এ জয়ে লিগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মায়ামি। পাশাপাশি মেসির খেলা দেখতে এদিন রেকর্ড দর্শকের উপস্থিতিও দেখা গেছে।
রোববার কলম্বাস ক্রুর ঘরের মাঠে খেলার কথা ছিল মায়ামির। তবে সেখানে দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। পরে ম্যাচটি সরিয়ে নেওয়া হলো কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ড-এ। ন্যাশনাল ফুটবল লিগের দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের এই স্টেডিয়ামও কলম্বাস ক্রুর সত্বাধিকারী জিমি ও ডি হ্যাসল্যামের মালিকানাধীন। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠল না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিক হলো।
এদিন ম্যাচের একমাত্র গোলটি হয় ৩০তম মিনিটে। দুর্দান্ত ডাইভিং হেডে গোলটি করেন বেনহামিন ক্রেমাস্কি। এদিকে মাঠে এ দিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড। তবে গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। মায়ামির গোলাপি জার্সি গায়ে দর্শক ছিল ঘরের দলের হলুদ জার্সির দর্শকের প্রায় সমানে সমান।
আট ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট কালিতার তিনে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।
যাযাদি/ এসএম