শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিলেট টেস্ট : জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৫, ১৩:০১
সিলেট টেস্ট : জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিন দুঃস্বপ্নের মতো কাটলেও দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাহিদ রানা একাই শিকার করেছেন ৩ উইকেট। সব মিলে ৪ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে, এখনও পিছিয়ে আছে ৫৮ রানে।

বাংলাদেশের জড়ো করা ১৯১ রানের জবাবে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সফরকারি দল। নতুন দিনে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বেন কারান। ৫৫ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে ৬৯ রানে।

দলীয় ৮৮ রানে পরপর ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। নাহিদ রানার দ্বিতীয় শিকারের পর প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। লাঞ্চ বিরতির আগমুহূর্তে নাহিদ সাজঘরে ফেরান অধিনায়ক ক্রেইগ আরভিনকেও। তবে সাজঘরে ফেরার আগে ব্রায়ান বেনেট অর্ধশতক পূর্ণ করেন। ৬৪ বল মোকাবেলা করে ৫৭ রান করেন ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে। নিক ওয়েলচ ও অধিনায়ক আরভিন পাননি দুই অঙ্কের দেখাও।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে