সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বুন্দেসলিগা বায়ার্নের, অবশেষে ‘চ্যাম্পিয়ন’ কেইন

যাযাদি ডেস্ক
  ০৫ মে ২০২৫, ১০:২৩
বুন্দেসলিগা বায়ার্নের, অবশেষে ‘চ্যাম্পিয়ন’ কেইন
ছবি: সংগৃহীত

আগের দিনই শিরোপা নিশ্চিত করতে পারতো বায়ার্ন মিউনিখ। যখন শিরোপা উৎসবের প্রস্তুতি নিচ্ছিল তারা, তখনই শেষ মুহূর্তে লাইপজিগ নাটকীয়ভাবে গোল করে ৩-৩ ড্র আদায় করে তাদের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। অবশ্য সেই অপেক্ষা করতে হয়েছে একদিন।

রোববার বুন্দেসলিগায় দুইয়ে থাকা বায়ার লেভারকুসেনকে ২-২ গোলে ফ্রেইবুর্গ রুখে দেওয়ায় ৩৩তম শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। তাতে দীর্ঘ ক্যারিয়ারে হেরি কেইনের শিরোপা খরাও ঘুচেছে অবশেষে। সিনিয়র ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ পেয়েছেন তিনি।

কেইন লাইপজিগের বিপক্ষে শনিবারই শিরোপা উৎসব করতে পারতেন। অবশ্য তার দুর্ভাগ্য যে কার্ড নিষেধাজ্ঞায় এদিন মাঠে খেলতে পারেননি। স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করেছেন শিরোপা উৎসবের আশায়। শেষ পর্যন্ত সেই উৎসবের উপলক্ষ পেয়েছেন রবিবার। ফলে ক্লাব ও দেশের হয়ে ৬৯৪ ম্যাচ পর কেইন প্রথম শিরোপার দেখা পেয়েছেন।

পয়েন্ট টেবিলে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেভারকুসেন। সমান ম্যাচে তাদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বায়ার্ন। বাকি আছে আর দুই ম্যাচ।

বায়ার্নের শিরোপা নিশ্চিত হওয়ার পর পরই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ট্রফির ইমোজি পোস্ট করেন কেইন। বর্ণাঢ্য ক্যারিয়ারে বেশ কয়েকবারই শিরোপা জয়ের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টটেনহামের হয়ে খেলার সময় হেরেছেন। একইভাবে হেরেছেন দুটি লিগ কাপ। তার ওপর ইংল্যান্ড জাতীয় দলেও হয়েছে একই অভিজ্ঞতা। ইউরোর ফাইনালে পৌঁছেও ব্যর্থতা নিয়ে মাঠ ছেড়েছেন। গত মৌসুমে বায়ার্নের হয়ে অভিষেকের সময়ও জার্মান সুপার কাপের ফাইনালে হার ছিল সঙ্গী।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে