কলম্বোয় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা খারাপ ছিল না সফরকারী বাংলাদেশ দলের। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের তোপে আড়াইশোর আগেই স্বাগতিক লংকানদের গুটিয়ে দিয়েছিল টাইগাররা।
জবাবে ব্যাট হাতেও দারুণ শুরু পায় সফরকারীরা। তবে মাত্র ১টি উইকেট হারিয়ে দলীয় রান ১০০ স্পর্শ করেছিল বাংলাদেশ। এমন শুরুর পর হঠাৎ ছন্দ পতন ঘটে মেহেদী হামান মিরাজের দলের।
এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন বাংলাদেশের আরও ছয় ব্যাটসম্যান। অর্থাৎ, ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। শেষ পর্যন্ত ৩৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে শ্রীলংকা।
বুলবুল বলেন, ‘একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব। যখন শান্ত রান আউট হয়ে গেল, তারপর আমার মনে হচ্ছিল এই উইকেট সেট হয়ে আউট হওয়াটা দলের জন্য অনেক বড় অসুবিধা। নতুন ব্যাটসম্যানদের জন্য এখানে সেট হয়ে রান তাড়া করা ভীষণ কঠিন।
তবে এই উইকেটে ব্যাটসম্যানদের যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার মনে হয় সেটা নিয়েও কাজ করা উচিত।’