গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী আরিফ মিয়া নামের এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা মুলাইদ (এম সি বাজার রঙ্গিলা) এলাকায় এ ঘটনা ঘটে। এরআগে, শনিবার (২৮ জুন) বেলা সোয়া ১১টার দিকে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক আরিফ। অভিযুক্ত শিক্ষক আরিফ মিয়া(২৮) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক।
ভুক্তভোগীর পরিবার ও থানায় দায়ের করা মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৭ম শ্রেণীতে পড়াশোনা করেন। একই স্কুলের সহকারী শিক্ষক আরিফ মিয়া নিজ নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে প্রাইভেট পড়াতেন। তার কাছে প্রাইভেট পড়ার সুযোগে শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে আরিফ । কয়েকদিন আগে শিক্ষক ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি বিজ্ঞান বই নেয়। ঘটনার দিন শিক্ষার্থীর বিজ্ঞান বই ফেরত দেবে বলে শিক্ষার্থীকে যেতে বলে। শিক্ষকের কথামতো ওই শিক্ষার্থী বই আনতে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক আরিফ। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার দেওয়ার চেষ্টা করলে তাকে হুমকি দিয়ে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করে। সবশেষ গত ২৮ জুন পূনরায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনার পর শিক্ষার্থী তার মাকে জানালে স্বজনদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার শ্রীপুর থানায় শিক্ষককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযুক্ত ওই সহকারী শিক্ষককে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।