পাকিস্তান সুপার লিগে আগের ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক ও বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।
তবে বৃহস্পতিবার রাতে এলিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। মাত্র ১ ওভারে ৪ রান দিয়ে তুলে নেন একটি মূল্যবান উইকেট।
সাকিব ছাড়াও দুর্দান্ত বোলিং করেছেন হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি। রউফ ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩টি উইকেট, আর শাহীন ৪ ওভারে ৪৭ রান দিয়ে নেন ২টি উইকেট।
তাদের কৃপণ বোলিং এবং ব্যাটসম্যানদের জমাট ব্যাটিংয়ে দারুণ জয় পেয়েছে লাহোর। এই জয়ে ফাইনালে যাওয়ার আশা টিকে রইল দলটির।
এলিমিনেটর ম্যাচে করাচি কিংস প্রথমে ব্যাট করে ৮ উইকেটে তোলে ১৯০ রান।
জবাবে লাহোর ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের বন্দরে।
ব্যাট হাতে লাহোরের আব্দুল্লাহ শফিক ৩৫ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় করেন ৬৫ রান। ফখর জামান ২৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় করেন ৪৭ রান।
এছাড়া কুসল পেরেরা ১টি চার ও ২টি ছক্কায় করেন ৩০ রান। আর ১২ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভানুকা রাজাপাকসে।
বল হাতে করাচির হাসান আলী ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২টি উইকেট।
তার আগে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৫২ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় করা ৭৫ রানের ইনিংসে ভর করে করাচি ১৯০ রানের সংগ্রহ দাঁড় করায়।
ওয়ার্নার ছাড়া খুশদিল শাহ অপরাজিত ২৭, ইরফান খান ১৮, টিম সেইফার্ট ১৬ ও মোহাম্মদ নবী করেন ১৬ রান।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন লাহোরের হয়ে ফিফটি করা আব্দুল্লাহ শফিক।
আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর।
এই ম্যাচে জয় পেলে রোববার ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে শাহীন আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।