শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশের ফুটবলে সফলতা আসবেই :আর্জেন্টাইন রাষ্ট্রদূত

ক্রীড়া ডেস্ক
  ২৩ মে ২০২৫, ১৮:৩৬
বাংলাদেশের ফুটবলে সফলতা আসবেই :আর্জেন্টাইন রাষ্ট্রদূত
যশোরের শামসুল হুদা ফুটবল অ্যকাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে’র উদ্বোধন করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা

যশোরের শামসুল হুদা ফুটবল অ্যকাডেমিতে আজ শুক্রবার (২৩ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এএফসি গ্রাসরুট ডে পালন করেছে। দেশের অনেক অ্যাকাডেমি থেকে ৮-১৪ বছর বয়সি ছয় শতাধিক ফুটবলার এতে অংশ নেন। বাফুফের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শেলো কার্লোস সিসা। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বিশ্বাস বাংলাদেশের ফুটবলে সফলতা একদিন আসবেই

যশোরে শুক্রবার (২৩ মে) দিনব্যাপী ফুটবল উৎসব হয়ে গেলো। যশোর শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল উৎসবে অংশ নিয়েছে খুলনা বিভাগের ১৫টি ফুটবল অ্যাকাডেমির ৬০০ খুদে ফুটবলার।

1

আর এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা। বাংলাদেশের সঙ্গে ফুটবলীয় সম্পর্ক আরও নিবিড় করতেই আর্জেন্টাইন রাষ্ট্রদূতকে যশোরে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে অবস্থিত ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন। এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ।

আর সেই অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবলের সফলতা কামনা করে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসেন। ফুটবল খেলার আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের ফুটবলে একদিন সফলতা আসবে।’

এই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তা। তাবিথ আউয়াল আর্জেন্টাইন রাষ্ট্রদূতের উপস্থিতি নিয়ে বলেছেন, ‘দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলা ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ছয়শত ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড।’

বাফুফের তালিকাভুক্ত অ্যাকাডেমির সংখ্যা ২২২ টি। এর মধ্যে টু স্টার প্রাপ্ত ১৭ টি বাকি সব ওয়ান স্টার। বাফুফে বিগত সময়ে এএফসি গ্রাসরুট ডে ঢাকাতেই করেছে। এবারই প্রথম ঢাকার বাইরে বড় আকারে করেছে। এএফসির অনুদানের বাইরেও আজকের অনুষ্ঠানে অনেক অর্থ ব্যয় হয়েছে। সেটার সিংহভাগ শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমিই বহন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে