গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় স্কুল খো খো টুর্নামেন্ট ২০২৫ আজ শুক্রবার (২৩ মে) রাজধানীর পল্টন ময়দানে শুরু হয়েছে। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টে ছেলে গ্রুপে ৭ টি এবং মেয়েদের ৬ দল সহ মোট ১৩ টি স্কুল দল অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পৃষ্ঠোপষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম সারোয়ার আলম। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৭ টায় দিনের খেলা শুরু হলেও বেলা ১১ টায় অংশগ্রহনকারী সকল দলের খেলোয়াড় ও অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার অনুষ্ফানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মুকতাদির, ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, উক্ত ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, টুর্নামেন্টের সদস্য সচিব মতিউর রহমান বাবুল আর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক প্রমুখ।
শুক্রবার (২৩ মে) সকালের খেলায় ছেলেদের গ্রুপে জয় পেয়েছে হায়দার আলী হাই স্কুল, আলহাজ্ব জাফর বেপারী হাই স্কুল, মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ। অন্যদিকে, মেয়েদের গ্রুপে জয় পেয়েছে সিদ্বেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, মৌচাক স্কুল এন্ড কলেজ।
আগামীকাল শনিবার (২৪ মে) বিকাল ৩ টায় ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল রহমান।