বাংলাদেশ সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে শুক্রবার (২৩ মে) দুর্দান্ত ব্যাটিং করেও প্রথম চার দিনের ম্যাচে ফলাফল আনতে পারল না স্বগতিক বাংলাদেশ ইমার্জিং দল। শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।
ম্যাচের চতুর্থ দিনে আজ শুক্রবার (২৩মে) দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে ফিরেছেন অধিনায়ক শাহাদাত হোসেন দিপু। দলের ৮ রানের মাথায় ৫ বলে ২ রান করে আউট হন তিনি।
এরপর আইচ মোল্লাহর সাথে জুটি গড়ার চেষ্টা করেন আরিফুল ইসলাম। কিন্তু আইচও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩২ বলে ১১ রান করেছেন তিনি। অন্যদিকে আরিফুল খেলেন ৬৩ বলে ১৪ রানের ইনিংস।
আর শেষ দিকে দলের হাল ধরেন প্রীতম কুমার এবং মইন খান। ৭৩ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন প্রীতম। মইন টিকে ছিলেন ৪৪ বলে ১৮ রান করে। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তোলার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।
সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৭ মে থেকে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হবে এই ম্যাচটি।