শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল রাফিনহার 

ক্রীড়া ডেস্ক
  ২৩ মে ২০২৫, ১৯:৫৬
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল রাফিনহার 
নতুন চুক্তির আয়োজনে ক্লাব সভাপতি ও পরিবারের সঙ্গে রাফিনহা

ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনহা বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছেন। কাতালান ক্লাবটির জার্সিতে দারুণ একটি মৌসুম কাটানোর পর বৃহস্পতিবার রাতে তিনি নতুন এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

বার্সার সঙ্গে রাফিনহার আগের চুক্তি ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল। চলমান ২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ— অর্থাৎ ঘরোয়া ‘ট্রেবল’ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

1

গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েই দিয়েছিলেন রাফিনহা। নতুন কোচ হ্যান্সি ফ্লিক তার সিদ্ধান্ত পাল্টাতে রাজি করান। আর এই মৌসুমেই অন্য রূপে দেখা দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। অসাধারণ মৌসুম কাটানোর পর ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালেন তিনি।

আগের চুক্তি অনুযায়ী রাফিনহার মেয়াদ শেষ হতো ২০২৭ সালে। এবার ঘরোয়া ট্রেবল জিতে সেটা বাড়ালেন ২০২৮ সালের জুন পর্যন্ত। কাতালান জায়ান্টরা এক বিবৃতি দিয়ে চুক্তি নবায়নের খবর জানিয়েছে। আর সব প্রতিযোগিতা মিলে ৫৬ ম্যাচ খেলে রাফিনহা ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্টে এবারের ব্যালন ডি’অরের জোরালো দাবিদার।

ইন্টার মিলানের বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনালে হেরে বার্সা বিদায় নিলেও ১৩ গোল করে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের যৌথ শীর্ষ গোলদাতা রাফিনহা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সার গ্রুপ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি লা লিগা শিরোপায় এক হাত রাখার পথে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকো জয়ে জোড়া গোল করেন তিনি।

নতুন চুক্তির পর উচ্ছ্বসিত ২৮ বছর তারকা রাফিনহা বললেন,‘ আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া।’

‘পরিবারের সঙ্গে কথা বলেছি আমি এবং আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে।’ তিনি আরও যোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে