আগে থেকেই জানা ছিল, সেটিই এবার আনুষ্ঠানিক রূপ পেল। দীর্ঘ ছয় মৌসুমের সফল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। আগামীকাল শনিবার (২৪ মে) লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন তিনি শেষবারের মতো। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে।
এতদিন আনচেলত্তির বিদায়ের বিষয়টি নিশ্চিত হলেও ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। অবশেষে শুক্রবার (২৩ মে) রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাবের কিংবদন্তি কোচকে বিদায়ী বার্তা দিয়েছেন। ক্লাবের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তি চিরকাল রিয়াল মাদ্রিদ পরিবারের অংশ হয়ে থাকবেন। আমরা গর্বিত যে, এমন একজন মহৎ কোচ আমাদের সঙ্গে ছিলেন, যিনি কেবল সাফল্যই আনেননি, বরং ক্লাবের আদর্শ ও মূল্যবোধও চমৎকারভাবে তুলে ধরেছেন।’
আনচেলত্তিকে শ্রদ্ধা জানাতে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে বিশেষ একটি বিদায়ী আয়োজনও করবে রিয়াল। বিদায়ী এই ম্যাচে থাকবে সংবর্ধনা ও আবেগঘন মুহূর্ত। রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোচ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ দুই দফায় ছয় মৌসুমে রিয়ালকে এনে দিয়েছেন ১৫টি শিরোপা। এর মধ্যে ৩টি করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ। আর ২টি করে জিতেছেন লা লিগা শিরোপা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।
রিয়ালের আনচেলত্তি অধ্যায়ের পর দলটির দায়িত্ব নিতে যাচ্ছেন আরেক কিংবদন্তি জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এই মৌসুমে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা এনে দিয়েছেন তিনি।