মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

  ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০
সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

যাযাদি ডেস্ক

নারায়ণগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মিলন হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে জোরপূর্বক ওই নারীর গর্ভপাত ঘটানো ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে মিলনের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার মিলন হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর কড়ইতলা এলাকার মৃত আলী হোসেন ব্যাপারির ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বলেন, মিলনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে