logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১১ কার্তিক ১৪২৭

  যাযাদি ডেস্ক   ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

সিসির পদত্যাগ দাবিতে মিসরে বিক্ষোভ নিহত ১

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগের দাবিতে মিসরজুড়ে বিক্ষোভ চলাকালে শুক্রবার একজন নিহত হয়েছে। জুমার নামাজের পর 'শুক্রবারের ক্ষোভ' আখ্যা পাওয়া এই বিক্ষোভ রাজধানী কায়রোসহ দক্ষিণাঞ্চলীয় গিজা, দামিয়েত্তা ও লুক্সর শহরে ছড়িয়ে পড়ে। সংবাদসূত্র : আল-জাজিরা

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে দিন দিন বিক্ষোভ জোরালো হতে শুরু করেছে। শুক্রবার টানা ষষ্ঠ দিনের মতো দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের নানা ভিডিও এখন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বলছে, শুক্রবার বিক্ষোভের সময় ২৫ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। বিক্ষোভের সময় অনেককে গ্রেপ্তারও করেছে পুলিশ। কথিত অবৈধ ভবন অপসারণের ঘোষণার পরই মিসরে বিক্ষোভ শুরু হয়েছে।

প্রেসিডেন্ট সিসি দেশজুড়ে কথিত অবৈধ নির্মাণ অপসারণের ঘোষণা দিলে মিসরের সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয়। এই ঘোষণায় ক্ষতিগ্রস্ত হবে দেশটির দরিদ্র জনগোষ্ঠী। দুর্বল অর্থনীতি আর করোনা মহামারির কারণে এরই মধ্যে দুর্ভোগে পড়া এসব মানুষ বাড়িঘর হারানোর আশঙ্কায় বিক্ষোভ শুরু করেছে। বিলাসবহুল প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থের অপচয়ের বিরুদ্ধেও গত বছর মিসরে বিক্ষোভ হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে