শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তৃণমূল মন্দিরের 'দেবতা' মমতা চোর কিছু 'পুরোহিত'!

যাযাদি ডেস্ক
  ২৭ মার্চ ২০২৩, ০০:০০

তিনি ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক। তিনি মন্ত্রী। তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। এসব পরিচয়ের বাইরেও শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি পরিচয় রয়েছে। তিনি পুরোহিত। 'চট্টোপাধ্যায়' শোভনদেবকে বিভিন্ন সময় দলের আচার-অনুষ্ঠানেও পুরোহিতের ভূমিকায় দেখা গেছে। সেই শোভনদেব দলের চলমান অস্বস্তি নিয়ে মন্তব্য করতে টেনে আনলেন, মন্দির, দেবতা, পুরোহিত প্রসঙ্গ। বললেন, মন্দিরে পূজারী চোর হতে পারেন, কিন্তু দেবতা নয়। সংবাদসূত্র : এবিপি নিউজ

নিয়োগ দুর্নীতিতে জড়াচ্ছে একের পর এক তৃণমূলের নেতার নাম। তাদের কেউ গ্রেপ্তার হচ্ছেন, কেউ মুখোমুখি হচ্ছেন ইডি-সিবিআইয়ের। নাম উঠছে শাসক-ঘনিষ্ঠ একাধিক 'ব্যবসায়ী'রও। তার ওপর কয়লা পাচার, গরু পাচার মামলা তো রয়েছেই। অন্যদিকে, সামনেই পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে দলের ভাবমূর্তি পরিষ্কারের একাধিক পদক্ষেপ নিয়েছে শাসক তৃণমূল। দলের বিধায়ক তাপস রায় সাফ বলে দিয়েছেন, কয়েকজন 'বদমাশ' তৃণমূলে ঢুকে পড়েছে। তাই এমন ক্ষতির মুখোমুখি হচ্ছে দল।

এবার দুর্নীতি ইসু্যতে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি টানলেন দেবতা এবং পূজারীর উদাহরণ। শনিবার খড়দহের এক জনসভায় মন্ত্রী স্বীকার করেন, দুর্নীতিপরায়ণ কিছু মানুষ সব জায়গায় আছে। কিন্তু তার জন্য তাদের দলের সবাইকে দোষী করা সমীচীন নয়। এ কথা বলতে গিয়ে শোভনদেবের উক্তি, 'সমাজে ভালো-খারাপ দুই-ই রয়েছে। 'সৎ' এবং 'অসৎ' দুটো শব্দও রয়েছে। অসৎ লোক নিশ্চয়ই আছে। তার জন্য তো গোটা দল নষ্ট হয়ে যায় না।' মন্ত্রীর সংযোজন, 'একটা মন্দিরে পুরোহিত চোর হতে পারেন। দেবতা কি চোর হয়ে যান? না-কি অপবিত্র হয়ে যান? যাকে আমরা দেবতা বলে মনে করি, সত্যিই শ্রদ্ধা করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন? আমি চোর হতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবেন?'

দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে শোভনদেব টেনে আনেন বাম শাসনমালকে। বাম আমলে সুপারিশে চাকরি হয়েছে, এই দাবি করে তিনি বলেছেন, 'বামফ্রন্টের আমলে পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে