রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
গুলিতে এক নারী নিহত

আতঙ্কে ভারতের মণিপুরের বেশিরভাগ স্কুলই বন্ধ

ম এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে 'টার্গেট' করা হচ্ছে
যাযাদি ডেস্ক
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
আতঙ্কে ভারতের মণিপুরের বেশিরভাগ স্কুলই বন্ধ
আতঙ্কে ভারতের মণিপুরের বেশিরভাগ স্কুলই বন্ধ

গোষ্ঠীগত সংঘর্ষে তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত কয়েক মাস পর বুধবার স্কুল খুলেছিল। কিন্তু বৃহস্পতিবার সেই স্কুলের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। পশ্চিম ইম্ফল জেলায় একটি স্কুলের বাইরে ওই নারীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজ্যটিতে। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি, রয়টার্স

গত দুই মাস ধরে মেতেই বনাম কুকি সম্প্রদায়ের সংঘর্ষে জ্বলছে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য। গত সোমবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং ঘোষণা দিয়েছিলেন, ৫ জুলাই থেকে রাজ্যে স্কুল খুলতে চলেছে। প্রাথমিক পর্বে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে। তবে তিনি জানান, বন্ধ থাকবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ৯৬টি স্কুল। সেই মতো বুধবার থেকে স্কুল খুলে দেওয়া হয় রাজ্যে।

দুই মাসের গোষ্ঠীগত সহিংসতা শতাধিক লোকের প্রাণ কেড়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় রাজ্য সরকার স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিলেও মণিপুরের বেশির ভাগ স্কুলকেই তা মানতে দেখা যায়নি। এই রাজ্যটির সরকার বুধবার থেকে স্কুল খোলার নির্দেশ দিলেও এদিন সকালে অধিকাংশ স্কুলেই শিক্ষক, শিক্ষার্থী কিংবা কোনো কর্মচারীকে দেখা যায়নি।

চারটি বেসরকারি স্কুল খুলেছে, কিন্তু সরকারি সব স্কুলই বন্ধ ছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। ভয়াল এই পরিস্থিতিতে শিশুদের এখনই স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকরাও। মণিপুরের রাজধানী ইম্ফলের ব্যবসায়ী ইবোতম্বি সিং বলেন, 'মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে, যে কারণে আমরা আমাদের শিশুদের স্কুলে পাঠাতে রাজি হইনি।'

পাহাড়ি এই রাজ্যটির বেশির ভাগ অংশে সহিংসতা থিতিয়ে এলেও মিয়ানমার সীমান্তবর্তী কিছু এলাকায় এখনো বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যেই রাজ্যের শাসক দল বিজেপি বুধবার থেকে পাঁচ বছর থেকে ১৪ বছর বয়সি শিশুদের স্কুলগুলো খুলে দেওয়ার নির্দেশ দেয়।

কিন্তু বৃহস্পতিবার গুলিতে এক নারী নিহত হওয়ার পর পরিস্থিতি আবারও খারাপের দিকে মোড় নিতে পারে বলে অনেকে মনে করছেন। জানা গেছে, একটি স্কুলের পাশে 'জঙ্গিদের' গুলিতে নিহত হন ওই নারী। ঘটনাটি ঘটেছে ইম্ফল ওয়েস্টের 'শিশু নিষ্ঠা নিকেতন' স্কুলের কাছে। ওই দুষ্কৃতকারীদের পরিচয় জানা যায়নি। স্কুল খোলার পরের দিনই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। মনে করা হচ্ছে, এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে 'টার্গেট' করছে জঙ্গিরা।

প্রসঙ্গত, মেতেই ও কুকি জাতির সংঘর্ষে গত দুই মাসে এখন পর্যন্ত কমপক্ষে ১২২ জন নিহত হয়েছেন মণিপুরে। আহত তিন হাজারের ওপর। ঘরছাড়া লক্ষাধিক। সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত। এমনকি রাজ্যের একাধিক মন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। বিরোধীরা মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে। সপ্তাহ খানেক আগে মুখ্যমন্ত্রী বিরেন সিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। পরে অবশ্য মত বদল করেন। ব্যাপক সহিংসতার মধ্যেই সে রাজ্যে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরও পরিস্থিতি পাল্টায়নি। অন্যদিকে, মণিপুরের দাঙ্গার প্রভাব পড়ছে পাশের রাজ্যগুলোতেও। আশ্রয়ের খোঁজে প্রতিবেশী রাজ্যে ভিড় করছেন বহু মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে