সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

হিজলায় অবৈধ ৫৩ ড্রেজারসহ ৬ জন আটক

হিজলা (বরিশাল) প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১৭:৫২
হিজলায় অবৈধ ৫৩ ড্রেজারসহ ৬ জন আটক
ছবি: যায়যায়দিন

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড এবং প্রায় ১ কোটি ১৩ লক্ষ নগদ টাকা সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার ১১ মে ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে ২০২৫ তারিখ সকাল ০৯ টা হতে অদ্য ১১ মে ২০২৫ তারিখ মধ্যরাত ০১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সাওরারচড় এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড, নগদ ১ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ২ শত ৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজীর কাজে ব্যবহৃত ১ টি স্পিডবোট সহ ৬ জন দুষ্কৃতিকারী আবুল বাসেদ (৫০), মাসুদ হোসেন (২৪), মোঃ মহিউদ্দিন (৪৮), রাব্বিল দেওয়ান (৩৩), জান্নাতুল বাকি (২৪) এবং মোঃ সৈকত (২১) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে।

আটককৃত ব্যক্তি, নগদ টাকা, গাঁজা এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে। ফলশ্রুতিতে, কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে