রাজশাহী দুর্গাপুর উপজেলার চাঞ্চল্যকর বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যাকাণ্ড মামলার ৫ আসামীকে আটক করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। গ্রেপ্তারকৃতরা সবাই দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আাসামীদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুল হোসেন।
মামলার পর র্যাব-৫ সিপিএসসির এর একটি টিম ঘটনার ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামীদের অবস্থান নিশ্চিত করা হয়। রবিবার (১১ মে) কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রবিউল ইসলাম বলেন, আসামীদের হেফাজতে নেয়া হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হবে।