বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থির জয়

যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থির জয়

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থি স্বাধীনতাবাদী প্রার্থী হাভিয়ের মিলেই জয়ী হয়েছেন। রোববারের 'রান-অফ' ভোটাভুটিতে তিন প্রত্যাশার চেয়েও বেশি ভোটে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বর্তমান পেরোনপন্থি অর্থমন্ত্রী সের্হিও মাসা পরাজয় স্বীকার করে নিয়ে মিলেইকে অভিনন্দন জানিয়েছেন।

তিন অঙ্কের মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান মন্দার কারণে আর্জেন্টিনার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোটাররা অর্থনীতিকে ঠিক করতে সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হওয়া রাজনীতির মূলধারার বাইরের প্রার্থী মিলেইকে বেছে নিয়েছেন।

রান-অফের মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ পেয়েছেন তিনি, মাসা পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি ভোট।

ভোটের ফল প্রকাশের পর এক ভাষণে মিলেই বলেছেন, 'অবক্ষয়ের মডেল শেষ হয়ে গেছে, পেছনে ফেরার আর কোনো বিষয় নেই। আমাদের সামনে পাহাড় প্রমাণ সমস্যা- মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দারিদ্র্য। পরিস্থিতি সংকটজনক, দোদুল্যমনতার কোনো সুযোগ নেই।'

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের কেন্দ্রস্থলে মিলেইয়ের সমর্থকরা রক মিউজিকের তালে নেচে গেয়ে আনন্দ উলস্নাস করেন। কিছু আতশবাজিও পোড়ানো হয়।

মিলেইর সামনে বহু ধরনের চ্যালেঞ্জ বিদ্যমান। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে