শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
দিলিস্নতে রেকর্ড ঠান্ডা

তীব্র শীতে ভারতের কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট

যাযাদি ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
তীব্র শীতে ভারতের কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট

তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার মুখোমুখি হয়েছে ভারতের উত্তরাঞ্চল। রাজধানী দিলিস্নতে তাপমাত্রা তিন ডিগ্রিতে নেমেছে। শুক্রবার দিলিস্নতে ছিল মৌসুমের সবচেয়ে শীতল রাত। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তিন ডিগ্রির কাছাকাছি। এমন আবহাওয়ার কারণে কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তথ্যসূত্র : এনডিটিভি

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ভারতের রাজ্যগুলো আগামী দুই দিন শৈত্যপ্রবাহ থেকে রেহাই পাবে না। তিনদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তীব্র ঠান্ডা পড়তে পারে। আগামী পাঁচ দিন উত্তর ভারতের রাজ্যগুলোতে থাকবে ঘন থেকে অতি ঘন কুয়াশা। দৃশ্যমানতা নামতে পারে শূন্যতে।

ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অধিদপ্তরর বলছে, দিলিস্নতে ঘন কুয়াশার কারণে খুব কাছের কিছুও দেখা যাচ্ছে না। এখানে দৃশ্যমানতা ২০০ মিটার রেকর্ড করা হয়। শনিবার সকালে দৃশ্যমান জিনিসগুলোতে রাজধানীর বিভিন্ন অংশে ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়। এ অবস্থা আরও কয়েকদিন বিরাজ করতে পারে।

দিলিস্ন ও ভারতের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিলিস্নগামী ট্রেন এক থেকে ছয় ঘণ্টা বিলম্বিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে