শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মৃতু্যদন্ডপ্রাপ্ত আট ভারতীয় চরকে ছেড়ে দিল কাতার

যাযাদি ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মৃতু্যদন্ডপ্রাপ্ত আট ভারতীয় চরকে ছেড়ে দিল কাতার

ইসরাইলের হয়ে গুপ্তচরগিরি করার দায়ে গত বছরের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে মৃতু্যদন্ড দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত বছরের শেষ দিকে তাদের সাজার মেয়াদ কমিয়েছিল দেশটি। তবে ব্যাপক কূটনৈতিক তৎপরতায় অবশেষে ভারতের নৌবাহিনীর সাবেক সদস্যদের ছেড়ে দিয়েছে কাতার। তথ্যসূত্র : এনডিটিভি

এই আটজনের মধ্যে সাতজন এরই মধ্যে দেশে ফিরে গেছেন। তারা ১৮ মাস কাতারের কারাগারে বন্দি ছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'কাতারে বন্দি আট ভারতীয়র ফিরে আসার বিষয়টিকে স্বাগত জানাচ্ছে দিলিস্ন সরকার। তারা দাহরা গেস্নাবাল কোম্পানির হয়ে কাজ করতেন। আটজনের মধ্যে সাতজন এরই মধ্যে ভারতে ফিরে এসেছেন। এসব ভারতীয়দের মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত কাতারের আমির নিয়েছিলেন, আমরা সেটিকে স্বাগত জানাই।'

এই দাহরা গেস্নাবালের হয়ে কাজ করার সময় ভারতীয় নৌবাহিনীর এসব কর্মকর্তা ইসরাইলের কাছে গোপন তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে