বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের বিদু্যৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
রুশ হামলায় জ্বলছে একটি বিদু্যৎকেন্দ্র

ইউক্রেনের বিদু্যৎ অবকাঠামোতে বড় ধরনের হামলা করেছে রাশিয়া। এতে তিনজন নিহত ও ১০ লাখের বেশি ইউক্রেনীয় বিদু্যৎহীন হয়ে পড়েছে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার হামলায় পূর্ব খারকিভ অঞ্চলের প্রায় সাত লাখ, দক্ষিণ ওডেসা ও দক্ষিণ-পূর্ব দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে কমপক্ষে দুই লাখ ও কেন্দ্রীয় পোলতাভা অঞ্চলে আরও এক লাখ ১০ হাজার বাসিন্দা বিদু্যৎহীন হয়ে পড়েছেন। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স

দেশটির রাষ্ট্রায়ত্ত জলবিদু্যৎ কোম্পানি জানিয়েছে, জাপোরিঝিয়ায় ইউক্রেনের বৃহত্তম বাঁধ নিপার জলবিদু্যৎ কেন্দ্রে আঘাত হেনেছে রাশিয়া, তবে বাঁধ ভেঙে যাওয়ার কোনো ঝুঁকি তৈরি হয়নি। ইউক্রেনের বাঁধ প্রকল্পগুলোর পরিচালনাকারী সংস্থা 'ইউক্রিদ্রোয়েনারগো' বলেছে, 'কেন্দ্রটিতে এখন আগুন জ্বলছে। জরুরি বিভাগগুলো ও বিদু্যৎ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী পরিস্থিতি সামলাতে কাজ করছেন তারা।'

দক্ষিণাঞ্চলীয় শহরটির প্রশাসন জানিয়েছে, তাদের শহরে আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং স্থানীয় কিছু বাসিন্দা আহত হয়েছেন। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো বলেন, 'শুধু ক্ষতি করার জন্য নয়, দেশের বিদু্যৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় তৈরি করতে এসব হামলা চালানো হয়েছে।'

শুক্রবার সকালে খারকিভ শহরে প্রায় ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন। তিনি আরও জানান, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির বিদু্যৎ স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে আর তাতে শহরের বিভিন্ন অংশে বিদু্যৎ চলে যায়, ট্র্যাফিক লাইটগুলো বন্ধ হয়ে যায়। হামলার কারণে নগরীর কিছু পানির পাম্পও বন্ধ হয়ে গেছে। রাশিয়ার হামলায় পশ্চিমাঞ্চলীয় হমেলনেৎস্কি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনজন নিহত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম 'সসপিলনা' জানিয়েছে।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদু্যৎ কোম্পানি 'ডিটিইকে' জানিয়েছে, রাশিয়া বিদু্যৎ স্থাপনাগুলোতে ব্যাপক হামলায় চালিয়েছে আর এসব হামলায় তাদের কিছু তাপবিদু্যৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোপেত্রোভস্কে বিদু্যৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে