রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রাজস্থানে মসজিদে ইমামকে পিটিয়ে হত্যা

যাযাদি ডেস্ক
  ০৩ জুন ২০২৪, ০০:০০
রাজস্থানে মসজিদে ইমামকে পিটিয়ে হত্যা

ভারতের রাজস্থানের আজমিরে একটি মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করেছে তিন মুখোশধারী ব্যক্তি। নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির।

পুলিশ জানায়, গত শনিবার রাতে মাহির তার ছয় সন্তানকে নিয়ে রামগঞ্জের কাঞ্চন নগরের একটি মসজিদের ভেতর ঘুমিয়ে ছিলেন।

অজ্ঞাত হামলাকারীরা রাতের বেলা মসজিদের ভেতর প্রবেশ করে ৩০ বছরের মাহিরকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। শব্দ পেয়ে তার ছেলেরা ঘুম থেকে জেগে উঠে সাহায্যের জন্য চিৎকার করলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়।

হামলাকারীরা মাহিরের মোবাইল ফোনও কেড়ে নেয়। যে কারণে তার সন্তানরা ফোনে সাহায্য চাইতে পারেনি।

তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে