মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়া শেষ করার ঘোষণা চীনের

যাযাদি ডেস্ক
  ১৯ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৪ জুলাই ২০২৪, ১৬:১২
রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়া শেষ করার ঘোষণা চীনের

দক্ষিণ চীন সাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়া শেষ করার ঘোষণা দিয়েছে চীন। দেশটি বৃহস্পতিবার এই ঘোষণা দেয়। এ সময় চীন পশ্চিমের সঙ্গে উত্তেজনার মধ্যেই দীর্ঘ দিনের বন্ধু রাশিয়ার সঙ্গে এই মহড়ার কারণে সমঝোতা ও বিশ্বাস আরও গভীর হয়েছে বলে উলেস্নখ করেছে।

বেইজিং ও মস্কো উভয়ে গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং উপকূলে জয়েন্ট সি-২০২৪ নামের যৌথ নৌ-মহড়া চালিয়েছে বলে জানিয়েছে। এলাকাটি দক্ষিণ চীন সাগরের অংশ, যার অধিকাংশ চীন দাবি করে আসছে।

1

বৃহস্পতিবার চীনের নৌবাহিনী এক অনলাইন বিবৃতিতে বলেছে, উভয়পক্ষ বুধবার বিকালে মহড়া সম্পন্ন করেছে। নৌবাহিনী আরও বলেছে, যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তা হুমকি মোকাবিলার লক্ষ্যে ছয়দিন ধরে চালানো এই মহড়ায় সাতটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।

উলেস্নখ্য, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে চীন ও রাশিয়ার শত্রম্নতাপূর্ণ সম্পর্ক থাকায় উভয় দেশ সাম্প্রতিক বছরগুলোতে আরও কাছাকাছি এসেছে। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে