মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

'জনগণের স্বর্গোদ্যান' গড়ার আহ্বান কিম জং-উনের

যাযাদি ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
'জনগণের স্বর্গোদ্যান' গড়ার আহ্বান কিম জং-উনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশকে 'জনগণের স্বর্গোদ্যান' গড়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার পিয়ংইয়ংয়ে কোরীয় যুদ্ধের পরিসমাপ্তি বার্ষিকী উদযাপনকালে তিনি এ আহ্বান জানান। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা 'কেসিএনএ' এ কথা জানিয়েছে।

৭১ বছর আগে ১৯৫৩ সালের ২৭ জুলাই যুদ্ধবিরতি পালনের মধ্য দিয়ে তিন বছর ধরে চলা কোরীয় যুদ্ধের অবসান ঘটে। তা আর কখনো শান্তিচুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হয়নি।

1

পিয়ংইয়ং যুদ্ধকে একটি বিজয় হিসেবে বিবেচনা করে থাকে এবং বার্ষিকীটি দেশটিতে সরকারি ছুটির দিন।

কিম শুক্রবার বলেন, 'আমাদের আদর্শ ও সমাজ ব্যবস্থাকে নির্ভরযোগ্যভাবে রক্ষা করা এবং জনগণের স্বর্গোদ্যান তৈরি করা আমাদের প্রজন্মের পবিত্র মিশন ও কর্তব্য।'

উত্তর কোরিয়ার নেতা যুদ্ধের সময় চীনের সমর্থনকে স্বাগত জানিয়ে বলেছিলেন, 'স্বজাতীয় সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত বন্ধুত্ব দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া হবে।' তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে