মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

যুক্তরাজ্যের অর্থনীতি ধারণার চেয়েও খারাপ অবস্থায়

যাযাদি ডেস্ক
  ৩০ জুলাই ২০২৪, ০০:০০
যুক্তরাজ্যের অর্থনীতি ধারণার চেয়েও খারাপ অবস্থায়

যুক্তরাজ্যের নবনির্বাচিত লেবার পার্টির সরকার এক ঘোষণায় বলেছে, দেশ 'নিঃস্ব ও ভগ্ন' হয়ে পড়েছে। দেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন তুলে ধরার আগে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে। তথ্যসূত্র : বিবিসি

যুক্তরাজ্যে দুই হাজার কোটি পাউন্ডের ঘাটতি থাকার কথা সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউস অব কমন্সের' ভাষণে তুলে ধরার কথা অর্থমন্ত্রী রাচেল রিভসের। সেখানে এই আর্থিক ঘাটতির জন্য পূর্বসূরি কনজারভেটিভ পার্টির সরকারকে দোষারোপ করার চেষ্টা নেবে ক্ষমতাসীন নতুন বামপন্থি সরকার, যা কর বাড়ানোর পথ সুগম করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

1

গত ৪ জুলাইয়ে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে লেবার দলের জয়ের পরই রিভস সরকারি ব্যয় মূল্যায়ন করে দেখার নির্দেশ দিয়েছিলেন।

তিন সপ্তাহের ওই মূল্যায়নের পর কনজারভেটিভ পার্টির ১৪ বছরের শাসনামল শেষে পাওয়া আর্থিক পরিস্থিতি নিয়ে বিপর্যস্ত অবস্থার কথাই ঘোষণা করল স্টারমার সরকার। তারা বলছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটুকু খারাপ ধারণা করা হয়েছিল, সেটি তার চেয়েও খারাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে