মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কমলার এক সপ্তাহের প্রচারেই উঠল ২০ কোটি ডলার

যাযাদি ডেস্ক
  ৩০ জুলাই ২০২৪, ০০:০০
কমলার এক সপ্তাহের প্রচারেই উঠল ২০ কোটি ডলার
কমলা হ্যারিস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মাত্র এক সপ্তাহ প্রচারণা চালিয়েই দলের তহবিলে ২০ কোটি মার্কিন ডলার জমা করেছেন।

জো বাইডেন ডেমোক্রেট প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর পর এখন কমলা হ্যারিসকেই দলটির প্রেসিডেন্ট প্রার্থী মনে করা হচ্ছে। এই অবস্থায় দলের তহবিল সংগ্রহের জন্য কোমর বেঁধেই প্রচারে নেমেছেন কমলা। এক সপ্তাহে ২০ কোটি ডলার (প্রায় দুই হাজার ২৩৫ কোটি বাংলাদেশি টাকা) ডোনেশন জমা করে সবাইকে তাক লাগিয়েছেন তিনি।

1

এরই মধ্যে বিল ক্লিনটন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো নেতারা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন। আগস্টেই তার দল অনলাইন ভোটিং করবে। তারপরই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে কমলার নাম জানাবে তার দল। সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, কমলা তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে