সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
ইতালি

ডুবে যাওয়া প্রমোদতরী থেকে পাঁচ মৃতদেহ উদ্ধার

যাযাদি ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
ডুবে যাওয়া প্রমোদতরী থেকে পাঁচ মৃতদেহ উদ্ধার

ইতালির সিসিলি দ্বীপের উপকূলে গত সোমবার ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরীর (ইয়ট) ধ্বংসাবশেষ থেকে চার মৃতদেহ উদ্ধারের পর পঞ্চম আরেকটি মৃতদেহও খুঁজে পাওয়া গেছে। বুধবার বিকালে চারটি মৃতদেহ তীরে নিয়ে আসা হয়। তাদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানায়নি ইতালি কর্তৃপক্ষ।

নিখোঁজ আরও দুই আরোহীর খোঁজ চলছিল। এরপরই ডুবে যাওয়া তরীর ভেতর আরেকটি দেহ পাওয়ার খবর জানায় সিসিলি কর্তৃপক্ষ।

তরীটির শেফ রিকাল্ডো থমাসের দেহ সাগর থেকে উদ্ধার করা হয় সোমবার। এখন নিখোঁজ আর মাত্র একজনের খোঁজ পাওয়া বাকি। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে