বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রোকনুজ্জামান খানকে পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১১ মে) সকাল ১০টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেলের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মো. রোকনুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মো. ফারুক, আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গণসহ সাংবাদিক বৃন্দ।
এ সময় উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মকালের প্রশংসা করে বলেন, তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।
বিদায়ী ইউএনও মোঃ রোকনুজ্জামান খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, পাথরঘাটা উপজেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এ সহযোগিতা আজীবন মনে রাখবো।
যাযাদি/ এসএম