সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জয়নাল আবেদীনের জানাজা ও দাফন সম্পন্ন 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১১:২৮
জয়নাল আবেদীনের জানাজা ও দাফন সম্পন্ন 
ছবি : যায়যায়দিন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ কলেজ বাজারেরর বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর জাতীয় পার্টি সাবেক সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন (সাদ্দাম)-এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি রুহুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে পীরগঞ্জ পীরডাংগী কবরস্থানে সমাহিত হয়।

উল্লেখ্য, জয়নাল আবেদীন সাদ্দাম শনিবার দুপুরে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনী রেখে গেছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে