আজ (৫ নভেম্বর) আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগেই রোববার আগাম ভোট দিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তথ্যসূত্র : স্কাই নিউজ
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে কমলা জানান, তিনি 'মেইল ইন' বা 'পোস্টাল ব্যালটে'র মাধ্যমে ভোট দিয়েছেন।
এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেন হ্যারিস। ভিডিওতে তাকে পোস্টাল ব্যালট পেপার ধরে থাকতে দেখা যায়। এ সময় তিনি দেশটির নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, 'আপনাদের কণ্ঠই আপনাদের ভোট, আপনাদের ভোট মানে আপনাদের ক্ষমতা।'
কমলা আরও বলেন, 'হঁ্যা, এবারের নির্বাচনে খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। তবে আমরা জিততে যাচ্ছি।'
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে, সশরীরে গিয়ে আগাম ভোট এবং নির্বাচনের দিন ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে। ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে রয়েছে এই সুবিধা।
আজ নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন মার্কিন ভোটাররা। দিনটি মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি হওয়ায় অনেক ভোটার এদিন কেন্দ্রে যেতে পারবেন না, আর এ কারণে ভোটারদের আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।