রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

যুদ্ধ শুরুর পর মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা

হামলার কারণে রাজধানীর তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে হয়েছে ভয়াবহ অক্টোবর দেখল রুশ বাহিনী
যাযাদি ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
যুদ্ধ শুরুর পর মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা

ইউক্রেন রোববার মস্কোয় কমপক্ষে ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলার কারণে রাজধানীর তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দিতে হয়েছে। এই হামলায় কমপক্ষে একজন আহত হয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রোববার তিন ঘণ্টার মধ্যে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে আরও ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। মন্ত্রণালয় বলেছে, 'রাশিয়ান ফেডারেশনের ভূখন্ডে বিমান ধরনের ড্রোন ব্যবহার করে কিয়েভ শাসনের একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।'

রাশিয়ার সরকারি বিমান পরিবহণ সংস্থা বলেছে, রোববার কিছু সময়ের জন্য দোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কির বিমানবন্দরগুলো থেকে কমপক্ষে ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরে এসব বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ কাজ পুনরায় শুরু হয়েছে।

দেশটির রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে প্রায় দুই কোটি ১০ লাখ মানুষের বসবাস রয়েছে। ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের অন্যতম বৃহৎ মেট্রোপলিটন শহর হিসেবে মনে করা হয় মস্কোকে।

এদিকে, ইউক্রেন বলেছে, রোববার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রেকর্ড ১৪৫টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তবে কিয়েভ বলেছে, এর মধ্যে কমপক্ষে ৬২টি ড্রোনকে ভূপাতিত করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ 'টেলিগ্রাম' চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মস্কোর আকাশজুড়ে ড্রোন উড়ছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

ভয়াবহতম অক্টোবর দেখল

রুশ বাহিনী : যুক্তরাজ্য

এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ভয়াবহতম মাস পার করেছে রাশিয়া। যুক্তরাজ্যের 'চিফ অব ডিফেন্স স্টাফ' অ্যাডমিরাল স্যার টনি র?্যাডাকিন। বিবিসি ওয়ান-এর 'সানডে উইথ লরা কুয়েনসবার্গ' অনুষ্ঠানে স্যার র?্যাডাকিন বলেন, অক্টোবরে প্রতিদিন গড়ে অন্তত এক হাজার ৫০০ জন রুশ সেনা হতাহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত এটি তাদের সর্বোচ্চ ক্ষতি।

যুদ্ধে নিহতের সংখ্যা রাশিয়া প্রকাশ করে না। তবে পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করছেন, অক্টোবরে সবচেয়ে বেশি সেনা হারিয়েছে দেশটি। তিনি আরও বলেছেন, রাশিয়া প্রায় সাত লাখ হতাহতের যন্ত্রণা ভোগ করতে যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিনের উচ্চাকাঙ্ক্ষার চরম মূল্য দিচ্ছে সাধারণ জনগণ।

স্যার র?্যাডাকিন বলেন, ক্ষুদ্র একটি এলাকার দখলের জন্য বিরাট ক্ষতির শিকার হচ্ছে রাশিয়া। তিনি দাবি করেছেন, সামরিক বাজেটে জাতীয় আয়ের ৪০ শতাংশের বেশি খরচ করছে মস্কো। দেশটির অর্থনীতির ওপর বিশাল একটি বোঝা হয়ে চেপে বসেছে।

এদিকে, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা পরামর্শ দিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের কিছু ভূখন্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্যার র?্যাডাকিন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে জানিয়েছেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন, সমর্থন দিয়ে যাবে পশ্চিমা মিত্ররা।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; যিনি ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনী প্রচারণায় তার দাবি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করতে পারবেন তিনি। তবে এ বিষয়ে নিজের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। নির্বাচনে জয়লাভের জন্য ট্রাম্পকে প্রথম দিকেই অভিনন্দন জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন যুদ্ধ শেষ করা সংক্রান্ত ট্রাম্পের দাবিকে 'অন্তত বিবেচনা করার মতো' বলে মন্তব্য করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে