টানা প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। এই সময়ে রুশ হামলা ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারও মানুষের প্রাণহানি। এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে 'আগ্রাসন' শুরু করার পর তার দেশের প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আরও পৌনে চার লাখ সেনা আহত হয়েছে। তথ্যসূত্র : বিবিসি
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে তিন লাখ ৭০ হাজার সেনার আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সেনাও অন্তর্ভুক্ত রয়েছে, যারা একাধিকবার আহত হয়েছে। আবার কিছু আহত সেনার আঘাতকে ছোট বলেও উলেস্নখ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে এক লাখ ৯৮ হাজার রুশ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচ লাখ ৫০ হাজার।
কিয়েভ এবং মস্কো উভয়ই নিয়মিতভাবে অপর পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করছে, কিন্তু তারা তাদের নিজেদের (হতাহতের ও ক্ষয়ক্ষতির) বিশদ বিবরণ দিতে অনিচ্ছুক।