বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কেনেডির বিরোধিতায় ৭৭ নোবেলজয়ী

যাযাদি ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কেনেডির বিরোধিতায় ৭৭ নোবেলজয়ী
রবার্ট এফ কেনেডি জুনিয়র

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প তার কেবিনেট সাজাচ্ছেন। এরই মধ্যে অনেককেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিবের পদ। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ৭৭ নোবেলজয়ী।

সোমবার ৭৭ নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সিনেটে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। যেখানে তাদের দাবি, রবার্ট এফ কেনেডি জুনিয়রের মনোনয়ন বাতিল করা হোক। তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কেবিনেটে সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের (এইচএইচএস) জন্য উপযুক্ত নন তিনি। এ ছাড়া এর আগে ভ্যাকসিনবিরোধী কথা বলেছেন তিনি। যা জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ৭৭ নোবেলজয়ী। যাদের মধ্যে আছেন- চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা ও অর্থনীতিতে নোবেলজয়ীরা।

তথ্যসূত্র : ফ্রান্স-২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে