আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে ২০২৪'র ৫ আগস্ট পরবর্তী আজকের নতুন বাংলাদেশ সুন্দরভাবে যদি গড়তে হয় তবে আপনাদের আমাদের কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একজনের আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। এবং একজন আরেকজনের অধিকারের প্রতি সচেতন থাকতে হবে। যাতে করে কেউ কারো অধিকার নিয়ে অহেতুক বিশৃংখলার সৃষ্টি না করি। তবেই এখানে দেখবেন কোন চাঁদাবাজি থাকবেনা। এখানে একজন আরেকজনের অধিকার হনন করার কোন সুযোগ থাকবে না। মহান মে দিবস উদযাপন উপলক্ষে বিএনপি উপজেলা ও পৌর শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিল ও রালি অনুষ্ঠানে লন্ডনে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানঅতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১ মে) বিএনপি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা শাখা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে হিলি স্থল বন্দরের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন. ছাত্রদল উপজেলা শাখা আহ্বায়ক রিমন.বিএনপি উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম. শ্রমিকদল খট্টা ইউনিয়ন শাখা আহ্বায়ক ও ইউপি সদস্য শাহিনুর ইসলাম. উপজেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম. জেলাধীন ফুলবাড়ী উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গুরখি.হিলি স্থল বন্দর কুলিশ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মাসুদ রানা কেরামত. বিএনপি পৌর শাখা সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হক.বিএনপি উপজেলা শাখা সহ-সভাপতি সহকারী অধ্যাপক এরফান আলী. বিএনপির উপজেলা শাখা সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম শাহীন. বিএনপি উপজেলার শাখা সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী.বিএনপি জেলা শাখা শিল্প এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা শাখা সভাপতি ফেরদৌসী রহমান.ভার্চুয়ালি বক্তব্য রাখেন. বিএনপির বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের সমন্বয়কারী এড. শিমুল বিশ্বাস. প্রধান আলোচকের বক্তব্য রাখেন. বিএনপির উপজেলা শাখা সাবেক সভাপতি ও সাবে ক উপজেলা চেয়ারম্যান বর্শিয়ান নেতা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল। স ভাটি সঞ্চালনা করেন.শ্রমিক দল উপজেলা শাখা সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা।
সভায় বক্তাগণ হিলি স্থল বান্দরের শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ তাদের শ্রমের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়ে আশায় বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোট লিংক লিঃ কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন. স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির শতাধিক শ্রমিক শাহাদাত বরণ করেছে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে গড়তে হয় তাহলে আপনাদের আমাদের সুন্দরভাবে কাজ করতে হবে। জাতীয়তাবাদী দল সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় বিশ্বাস করে। এ লক্ষ্যেই আমরা আজকে মে দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। যেকোনো আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনাদের পাশে আছ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ হবে যেখানে মালিক শ্রমিক ঐক্য গড়ে উঠবে।