শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দুই পুত্রবধূকে নিয়ে ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

যাযাদি ডেস্ক
  ০১ মে ২০২৫, ২০:৫৫
দুই পুত্রবধূকে নিয়ে ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

প্রায় চার মাস পর আগামী পাঁচই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ চৌঠা মে লন্ডন থেকে তার রওনা দেবার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমান এবং এবিএম জাহিদ হোসেন দেশে ফিরবেন।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।

শারীরিক দিক থেকে তিনি অনেক ভালো আছেন বলেও জানান জাহিদ হোসেন।

এর আগে এ বছরের সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি।

৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে