বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মারা গেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ

যাযাদি ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মারা গেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার গভীর রাতে মারা যান তিনি। কৃষ্ণ দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

কর্ণাটকের সাবেক এই মুখ্যমন্ত্রীকে রাজধানী বেঙ্গালুরুকে বিশ্বের মানচিত্রে প্রযুক্তির রাজধানী হিসেবে জায়গা করে দেওয়ার জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়। বেঙ্গালুরুকে টেক ক্যাপিটাল বা প্রযুক্তির রাজধানী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এসএম কৃষ্ণের।

বেঙ্গালুরুকে 'প্রযুক্তির রাজধানী'তে পরিণত করার প্রধান কারিগর এসএম কৃষ্ণ ১৯৩২ সালের ১ মে মান্ডিয়া জেলার সোমানহালিস্নতে জন্মগ্রহণ করেন। কংগ্রেসের সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজ করার পর তিনি তার রাজনৈতিক জীবনের শেষের দিকে বিজেপিতে যোগ দেন। তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে