রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
ইসরাইলে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১৬

ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুুতে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুুতে মার্কিন বিমান হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনি ইয়েমেনের রাজধানী সানায় একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং ইরান-সমর্থিত হুথি বিেেদ্রাহীদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায় তারা হুতিদের বহু সংখ্যক ড্রোন এবং লোহিত সাগরের ওপর একটি অ্যান্টি-শিপ ক্রুজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেন্টকম আরও জানায়, তাদের একটি যুদ্ধবিমান লোহিত সাগরে ভূপাতিত হলেও বিমানটিতে থাকা দুই ক্রু সদস্য নিরাপদে বের হতে আসতে সক্ষম হলেও একজন সামান্য আঘাত পেয়েছেন। এক বিবৃতিতে সেন্টকম জানায়, এই হামলার লক্ষ্য ছিল হুথিদের অপারেশনগুলোকে দুর্বল করা। যুক্তরাষ্ট্রের দাবি, তারা এফ/এ-১৮ এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করে হুথিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে।

এর কয়েক ঘণ্টা পর সেন্ট্রাল কমান্ড অপর এক বিবৃতিতে জানায়, লোহিত সাগরের ওপর ভুলবশত ইউএসএস হ্যারি এস টরম্যান থেকে উড্ডয়নরত একটি এফ/এ-১৮ বিমান লক্ষ্যবস্তুু করা করা হলে সেটি ভূপাতিত হয়। তবে ভূপাতিত হওয়া বিমানটি ইয়েমেন অপারেশনে জড়িত ছিল কি না, তা স্পষ্ট নয়। এই হামলা এমন সময় করা হল যখন হুথিরা ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি পার্কে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। হুথিদের একজন মুখপাত্র জানান তারা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

\হচলতি সপ্তাহের শুরুতে হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল দফায় দফায় হামলা চালায়। এ সব হামলার মধ্য দিয়ে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত বন্দর এবং জ্বালানি অবকাঠামোগুলোতে আঘাত করা হয়। হুথি-পরিচালিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, এই হামলায় সালিফ বন্দর ও রাস ইসা টার্মিনালে নয় জন নিহত হয়েছে।

গত বছরের নভেম্বর থেকে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত সাগরে দুটি জাহাজ ডুবে যায় এবং আরও কঢেকটি ক্ষতিগ্রস্থ হয়। হুথিদের দাবি, তারা কেবল ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সর্বশেষ হামলা নিজেদের এবং তাদের মিত্রদের রক্ষা করার প্রতিশ্রতির অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে