সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
কঙ্গোতে ফেরি ডুবি

৩৮ জনের প্রাণহানি:নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
৩৮ জনের প্রাণহানি:নিখোঁজ শতাধিক

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলে বুসিরা নদীতে ফেরি ডুবির ঘটনায় কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও শতাধিক যাত্রী। গত শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইনজেন্ডে শহরের মেয়র জোসেফ কাংগোলিংগোলি জানিয়েছেন, ফেরিটি একটি নৌবহরের অংশ ছিল। যাত্রীদের অধিকাংশই ব্যবসায়ী ছিলেন। তারা বড়দিন উপলক্ষে বাড়িতে ফিরছিলেন। ফেরি ডুবির পর অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা এনদোলো কাড্ডি জানান, ফেরিটিতে চার শতাধিক যাত্রী ছিলেন। এটি ইনজেন্ডে ও লুলো বন্দরে থেমে যাত্রী উঠিয়ে নেওয়ার কারণে, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিংবা উদ্ধার অভিযানের ব্যাপারে কোন কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে